কাব্যের শেষে

Shoaib Hasan
1 min readJun 8, 2020

--

কবিতার শেষ পাতায়

কাব্যের সমাপ্তি ডেকে

তুমি বলেছিলে ভুলে যাবেনা আমায়

চিরদিনই রবে আমার

রোদ বর্ষা মেঘলা দিনে

আকাশের মৃদু তারায় লিখে রেখেছি

নীলিমার ছায়া তুমি যে

কবিতা লেখা আজ শেষ হয়েছে

আকাশে রঙিন আলোর মেলা বসেছে

রবে নাকি সুদূরে আমায় ভুলে……..

এই সময়ে পাবে আমায়

অনন্তকাল তোমার প্রতীক্ষায়

নির্ঘুম অন্ধকারের মাঝে

অসমাপ্ত সকল ভালোবাসার পথে

একাকী চলমান এক পথিক

যেন শেষ অবসাদ মিলবে পূর্ণতায়

কাব্যের শেষে

ইতি তোমারই হৃদস্পন্ধন।

--

--

No responses yet