কাব্যের শেষে
1 min readJun 8, 2020
কবিতার শেষ পাতায়
কাব্যের সমাপ্তি ডেকে
তুমি বলেছিলে ভুলে যাবেনা আমায়
চিরদিনই রবে আমার
রোদ বর্ষা মেঘলা দিনে
আকাশের মৃদু তারায় লিখে রেখেছি
নীলিমার ছায়া তুমি যে
কবিতা লেখা আজ শেষ হয়েছে
আকাশে রঙিন আলোর মেলা বসেছে
রবে নাকি সুদূরে আমায় ভুলে……..
এই সময়ে পাবে আমায়
অনন্তকাল তোমার প্রতীক্ষায়
নির্ঘুম অন্ধকারের মাঝে
অসমাপ্ত সকল ভালোবাসার পথে
একাকী চলমান এক পথিক
যেন শেষ অবসাদ মিলবে পূর্ণতায়
কাব্যের শেষে
ইতি তোমারই হৃদস্পন্ধন।